SABUJ BANGLA HIGH SCHOOL

সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয়

EIIN: 100411
SCROLLING TEXT

History of the School

ইতিহাস

বরিশাল জেলাধীন বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর (আগরপুরইউনিয়নের চর উত্তর ভূতেরদিয়া গ্রামে সন্ধ্যা নদীর তীরে সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। ১৯৮৬ খ্রীস্টাব্দে অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, অধ্যাপক . কে. এম হালিম মাতুব্বর চরাঞ্চলের শিক্ষা  বঞ্চিত এবং পিছিয়ে পড়া নারী সমাজের কথা চিন্তা করে এই  প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এলাকার বিশিষ্টজনদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি ০১/০১/১৯৮৬ ইং তারিখ থেকে যশোর শিক্ষা বোর্ড থেকে প্রথম স্বীকৃতি প্রাপ্ত হয় এবং ০১/০৬/১৯৮৮ ইং তারিখ থেকেই প্রথম এমপিও ভূক্তি হওয়ার সৌভাগ্য লাভ করেন। ১৯৯২ সালে প্রথম  এস.এসসসি পরীক্ষায় অংশগ্রহন করে সন্তোষজনক ফলাফল অর্জন করে  আসছে। বর্তমানে ০৯ জন শিক্ষক-শিক্ষিকা, ০১ জন সহকারী  গ্রস্থাগারিক, ০১ জন ৩য় শ্রেণী কর্মচারী ০২ জন ৪র্থ শ্রেণী কর্মচারী কর্মরত আছেন।